শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চিন্তার চর গ্রামস্থ স্কুলের হাট টু পাখির হাট গামী পাঁকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী নজরমামুদ গ্রামের গ্রামের মাদক কারবারি মোঃ আঃ কুদ্দুস (৩০)কে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট গেটের সামনে নাজিমখান টু রাজারহাট গামী পাকা রাস্তার উপর হানিফ পরিবহনের একটি বাসের বডিতে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার সহ নওগাঁ জেলাধীন পত্নীতলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৪০)কে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com