শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপ-পরিচালক তানভীর আহম্মেদ, কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান, মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু, সোনার বাংলা নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক জামির হোসেন, সাংবাদিক নয়ন খন্দকার প্রমুখ।