শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

কালীগঞ্জে দুই রিক্সা চালককে মারপিট করলো ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভাররা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সুমন (৪৫) ও সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন (২৫) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) দিনগত রাত ২ টার দিকে শহরের ধানসিড়ি হোটেলের মধ্যে আটকিয়ে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিক এক অভিযোগে বলা হয়েছে, তাদের শ্রমিক ইউনিয়নের দুই সদস্য রাতে শহরে রিক্সা চালায়। রিক্সা চালানো কে কেন্দ্র করে ভাড়ায় মটর সাইকেল চালিত ড্রাইভার রেজাউলের সাথে তাদের গোলযোগ হয়। এক পর্যায়ে উপজেলার চাচড়া গ্রামের আব্দুল খালেকের দুই ছেলে রেজাউল ইসলাম ও মিজানুর রহমান, খামার মুন্দিয়া গ্রামের ইরফান বিশ্বাসের ছেলে ঠান্ডুসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে আড়পাড়া গ্রামের আরজুর ছেলে রিক্সা চালক সুমন ও একই গ্রামের হাবিবুর রহমান পলাশের ছেলে আরিফ হোসেন কে ধরে নিয়ে ধানসিড়ি হোটেলের মধ্যে আটকিয়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তাহের আলী বলেন, রিক্সা চালকরা পুলিশের কাছ থেকে নাইট পাস নিয়ে রাতের বেলায় শহরের মধ্যে রিক্সা চালায়। কিন্তু ভাড়ায় চালিত মটরসাইকেল চালকরা শহরের মধ্যে তাদের ভাড়া জোরপূর্বক নিয়ে থাকে। এমনকি শহরের মধ্যে আধা কিলোমিটার ও এক মিটারের মধ্যে যেসব ভাড়া পাওয়া যায় সেগুলিতে মটরসাইকেল চালকরা জোরপূর্বক নিয়ে যায়। তিনি আরো বলেন, মটর সাইকেল চালকরা দুরের ভাড়া মারবেন। কিন্তু তারা এখন শহরের মধ্যে ছোট খাটো ভাড়ার যাত্রীগুলি জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এদের মধ্যে আব্দুল খালেকের ছেলে রেজাউল ইসলামের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট ব্যবসায় অভিযোগ আছে বলেও রিক্সা শ্রমিকরা অভিযোগ করেন। ইতিপূর্বে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ রেজাউল ইসলামকে গ্রেফতার করে।

অপরদিকে, দুই রিক্সা চালককে মারপিট করে আহত করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী রেজাউলসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ কালাচান বিশ্বাসসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com