বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান চালিয়ে ৫০টি বাধ অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্রা নদী থেকে ৫০টি বাঁধ অপসারন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা নদীতে অভিযান চালিয়ে ফয়লা, হেলাই, বলিদাপাড়া অংশ থেকে ৩টি বড় বাঁধসহ ছোট বড় প্রায় ৫০টি বাধ অপসারণ করেন। তবে নদীতে বাঁধ দেওয়ার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি।

অভিযানের সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীতে কিছু অসাধু ব্যক্তি আড়া আড়ি বাধ দিয়ে পানির স্রোত বাধা গ্রস্থ করে নদীতে মাছ শিকার করছে। দেশীয় মাছ রক্ষা ও নদীর স্রোতের গতিপথ অবাধ করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ফয়লা অংশে ৩টি বড় বাধসহ প্রায় ৫০টি বাঁধ অপসারণ করা হয়েছে। তবে যারা বাঁধ দেওয়ার সাথে জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com