শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন,ঊষার আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ এফ মহিলা কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগীত, নৃত্য ও আবৃত্তি এই তিনটি ইভেন্টে প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন, কোটচাঁদপুর সাবদারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, কবি উত্তম চক্রবর্তী, কামারখালী কলেজের সহকারী অধ্যাপক সাধন কুমার, শহীদ নূর আলী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোস্তফা মোর্সেদ তোতা। বিজয়ীদের পরবর্তীতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানান।