বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বশির শেখ (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা বলে পুলিশ জানায়।
শনিবার দিনগত রাতে শহরের নীমতলা বাসস্ট্যান্ড থেকে থানার এসআই সাজ্জাদুর রহমান তাকে আটক করেন। সে ঝিনাইদহ উপশহর পাড়ার শাহাদৎ শেখের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানার এসআই সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নীমতলা বাসস্ট্যান্ডে অভিযান চালান। সে সময় ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বশিরকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।