বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

এ কেমন বর্বরতা কলাগাছের সাথে শত্রুতা!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা।

সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছ গুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করছিল। এ সময় ৩টি ছাগল ধরে খোয়াড়ে দিই। এর প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে। সাহেব আলী জানান, এ বিষয়ে গ্রামের মাত্ববরদের কাছে ও থানায় অভিযোগ দেওয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কলা গাছ কাটা বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় এখনো দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com