রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

একুশে বইমেলা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক:: অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে ১৮ মার্চ। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা একাডেমি।

বৈঠকের পর হাবিবুল্লাহ সিরাজী বলেন, আগামী ১৮ মার্চ বই মেলা শুরু হবে, ১৪ এপ্রিল শেষ হবে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে। এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন তাই স্টল স্থাপনে কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার নাও পারে। আমরা অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই প্রেক্ষিতেই সবকিছু হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, ১৮ মার্চ থেকে মেলা স্বাভাবিকভাবে শুরু হবে।

উল্লেখ্য, ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com