বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

উলিপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

উলিপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও উলিপুরের সমস্যাগুলো চিহ্নিত করে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহন করবেন বলে জানান। এ ব্যাপারে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমি, সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সাধারণ সম্পাদক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষন, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুজ্জামান সরকার, নুরবক্ত মিয়া, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, চন্দন মজুমদার, আসলাম উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান শাহিন, আতাউর রহমান সবুজ, খালেক পারভেজ লালু, শিমুল দেব, আবুল কালাম আজাদ, জাহিদ হাসান, মুরাদ হোসেন মন্ডল ও চন্দন কুমার সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com