শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
লিয়্কাত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
সন্ত্রাস, মাদক, দূর্নীতি মূক্ত তরুনদের সু-শিক্ষায় শিক্ষা অর্জন, জুলুম নির্যাতন মূক্ত, পরিচ্ছন্ন সামাজিক সম্পর্ক, মনোরম পরিবেশ গড়ে তুলার প্রত্যয় নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করেছেন।
রবিবার সন্ধ্যায় তিনি পৌর শহরের ধর্মকুড়া বাজার, ইসলামপুর বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
এসময় এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় কালে তিনি বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ইসলামপুর পৌর সভাকে মডেল হিসাবে গড়ে তুলব। এ সময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী তার সাথে ছিলেন।