বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। শাহবাগ মোড় থেকে সড়কগুলো বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই দাবি নিয়ে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি হেফাজতে ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। সকালে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল এতে যোগ দেয়। সকাল সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন, জুমার পর যমুনার পূর্ব পাশে বড় জমায়েত ও বিক্ষোভ চলবে। ইসলামপন্থী বিভিন্ন দলের নেতারাও এ সময় তাদের সঙ্গে ছিলেন। পাঁচটি পিকআপ ভ্যান জোড়ায় মঞ্চ তৈরি হয়। জুমার পর সেখানে বড় জমায়েত হয় এবং শেষে হাসনাত শাহবাগ অবরোধের ঘোষণা দেন।

বিকাল ৪টার দিকে যমুনার সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহাবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। তারা সেখানে সারা রাত অবস্থান করেন। তবে মধ্যরাতের দিকে সড়কে অবস্থানকারীদের সংখ্যা কমে আসে। পরে কয়েক ঘণ্টার জন্য কর্মসূচির বিরতি নিলেও রাস্তায় থাকেন অনেকেই।

শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে আবারও জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে আজ ভোরের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঢাকার শাহবাগ ছাড়া সারা দেশের মহাসড়কগুলোতে ‘ব্লকেড’ কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনটি দাবি সম্বলিত একটি পোস্ট করেন। দাবিগুলো হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা।

পরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারাও একই পোস্ট শেয়ার করেন।

নাহিদ ইসলাম আরও একটি পোস্টে উল্লেখ করেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com