মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

আ.লীগের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং চরমপন্থি দল। তিনি বলেন, ‘এদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না।’

রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমীর।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ উনারা কোথায় গেলেন? প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াত আমীর বলেন, ‘আওয়ামী লীগের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। তাই তাদের করা আইন দিয়ে দ্রুত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে।‘

জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেবে বলেও প্রতিজ্ঞা করেন দলটির আমীর। তিনি বলেন, ‘বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখলবাজি করেনি। বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।’ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়তে চান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com