শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে র্যাবের অভিযানে ১২ বোতল বিদেশী মদ সহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল বুধবার (১২ আগষ্ট) আনুমানিক সোয়া ৬টার সময় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বরস্থ মাহবুব প্লাজার সামনে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মোল্লা (২৫) মাদকদ্রব্য (বিদেশী মদ) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুধবার সোয়া ৬টার সময় মাদক ব্যবসায়ীকে অবৈধ ১২ টি বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী রাসেল দীর্ঘদিন যাবৎ ঢাকার কেরাণীগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদকদ্রব্যের (বিদেশী মদের) ব্যবসা চালিয়ে আসছে এবং ধরণা করা হচ্ছে এর পেছনে একটি বড় মাদক সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
এব্যাপারে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।