শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

শ্রীনগরে প্রবাসীর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে করোনা ভাইরাসের কারনে নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের সৌদি প্রবাসী মোঃ নুরুল আমীন মোড়লের নিজস্ব অর্থায়নে ভাগ্যকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৪০০ পরিবারকে ৫০০ টাকা মূল্যের একটি করে কুপন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) থেকে এই কুপন দ্বারা একই এলাকার আল আমিন শিকদারের দোকান থেকে কুপনের বিপরীতে ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবে।

এ প্রসঙ্গে মোঃ নুরুল আমীন মোড়ল বলেন, এই অভিনব পদ্ধতিতে মানুষকে সহযোগিতার ব্যাপারে তিনি বলেন কাউকে যেন কোন প্রকার লজ্জা পেতে না হয় তাই এ ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে। এই মুহুর্তে আমরা যারা প্রবাসী তাদেরও ব্যবসা বানিজ্য মন্দা থাকার কারনে স্বল্প পরিসরে এই আয়োজন।ভবিষ্যতেও ২ নং ওয়ার্ডের জনগনের পাশে থাকব বলে আশা রাখি।

উল্লেখ্য, এই ৪০০ পরিবার শুধু যারা ২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আগামি সপ্তাহ থেকে একইভাবে আরো একটি তালিকা করা হবে যারা বিভিন্ন অঞ্চল থেকে জীবন জীবিকার জন্য আমাদের এখানে আটকা পরে মানবেতর জীবন যাপন করছেন, আর সেক্ষেত্রে শুধু ২ নং ওয়র্ডের নয় ভাগ্যকুল ইউনিয়নের যে কাউকেই সহযোগিতা করব বলে আশা রাখি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com