সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাট সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারী ওষুধ না দেয়া ও নিম্ন মানের খাবার সরবরাহ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালে চিকিৎসার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ, খাদ্যের মানোন্নয়ন, হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণের দাবী জানানো হয়। অবিলম্বে হাসপাতালের সকল অনিয়ম, দুর্নীতি রোধ করে সেবার মান নিশ্চিতের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

এ সময় লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম সহ সুশীল সমাজের লোকজন বক্তব্য রাখেন। এসময় হাসপাতালে আসা রোগী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com