সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে আজ এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর রাইডার্স। প্রথম আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলেও গ্রুপপর্বের শেষ ৪ ম্যাচ হেরে প্রথম কোয়ালিফায়ারে উঠতে পারেনি দলটি। তাইতো বাঁচা-মরার ম্যাচের আগে ৩ ব্যাটিং দানবকে দলে ভিড়িয়েছে রংপুর।
নুরুল হাসান সোহানদের দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্স। পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত দুই নাম রাসেল ও ডেভিড। অন্যদিকে, টপ অর্ডার ব্যাটার ভিন্স বড় ইনিংস খেলার ক্ষেত্রে বেশ পটু।
সোমবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই ৩ তারকার দলে ভেড়ার তথ্য নিশ্চিত করে রংপুর রাইডার্স। তিনজনের আগমনের ছবি দিয়ে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের আকাঙ্ক্ষার উত্তর মিলেছে।’
রংপুর রাইডার্সের পারফরম্যান্সে খরা শুরু হয়েছে মূলত ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানের অ্যালেক্স হেলস চলে যাওয়ায়। এই দুজন রংপুরের হয়ে ছিলেন উড়ন্ত ফর্মে। তাদের পরিবর্তে এই তিনজনকে দলে ভিড়িয়ে শূন্যতা ভালোভাবেই পূরণ করল রংপুর।
বিপিএলে বেশ পরিচিত মুখ রাসেল। এর আগে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনেকবারই খেলেছেন ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার। অন্যদিকে, আইপিএলের পরিচিত মুখ ডেভিড এই প্রথম আসছেন বিপিএলে। পিএসএলে নিয়মিত খেলা ভিন্সও বিপিএলে প্রথম।
এদিকে, স্কোয়াড শক্তিশালী করেছে রংপুরের এলিমিনেটর প্রতিপক্ষ খুলনাও। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ারকে উড়িয়ে এনেছে মেহেদী হাসান মিরাজের দল।