সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

ডিএন-৯০’র ৫ম মিলনমেলা

ডিএন-৯০’র ৫ম মিলনমেলা ডিএন-৯০’র ৫ম মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার এসএসসি ব্যাচ-১৯৯০ (ডিএন-৯০)’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইছামতির তীরে হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএন-৯০’র কয়েকশত বন্ধুরা অংশগ্রহণ করেন।
৯০ ব্যাচের ছাত্র আলম মোহাম্মদ বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ করা বন্ধুদের নিয়ে এই সংগঠন। ডিএন-৯০ একটি অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।

ডিএন-৯০’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহেল বলেন, ডিএন-৯০ শুধুমাত্র মিলননেলা আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। এলাকার সৃজনশীল ও মেধাভিত্তিক কাজে মানুষের পাশে দাড়াবে। ডিএন-৯০ সভাপতি মাকসুদ আলী দেওয়ান বলেন, ডিএন-৯০ বন্ধুদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে মিলনমেলা আয়োজন সম্ভব হয়েছে।

সংগঠনটি দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মানবিক কর্মকান্ডে মানুষের পাশে দাড়াবে। মেধা বৃত্তি, দারিদ্র শিক্ষার্থীকে সহযোগিতা ও দুস্থদের মাঝে নানা কর্মসূচী নিয়ে এ গিয়ে চলছে এ সংগঠন।

মিলনমেলায় দোহার নবাবগঞ্জ উপজেলার প্রায় ৪ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। মিলনমেলার প্রথম পর্বে পরিচিতি ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুপুরে সবাই মিলে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com