সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের শৈলকুপায় ডিগ্রি ৩য় বর্ষের সমাজকর্ম পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে সাইদুর রহমান সবুজ (২৪) নামের এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শৈলকুপা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
আদালত সুত্রে জানা যায়, ডিগ্রি ৩য় বর্ষের শনিবারের সমাজকর্ম পরীক্ষায় নুর আমিন নামের এক পরীক্ষার পরিবর্তে সাইদুর রহমান সবুজ নামে এক যুবক পরীক্ষা দিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ এর ৩ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। দন্ডিত সবুজ শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে।