মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াছেল কবির, নড়িয়ায় ইসমাইল হক বিজয়ী

অনলাইন ডেস্ক ॥
বুধবার (৮ মে) প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় জয় পেয়েছেন সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা আনারস প্রতীকের ওয়াছেল কবির গুলফান। তিনি ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের মো. হুমায়ুন কবির মোল্লা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। জয়ী প্রার্থী ওয়াছেল কবির গুলফান ১৭ হাজার ৭৮৭ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে শরীয়তপুর নড়িয়া উপজেলা নির্বাচনে জয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম ইসমাইল হক। মোটরসাইকেল প্রতীকে তিনি ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুন সিকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫২৭। এ কে এম ইসমাইল হক ৯ হাজার ৭০১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com