শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

৭ দফা দাবীতে বান্দরবানে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি::

ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবি ৭ দফা দাবীতে বান্দরবানে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল। ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং র‌্যালি করা হয়।

আজ সকালে জেলা শহরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাধারণ ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, বান্দরবান বেতার এর পাঠক আরজে রিয়াদ “এবং ছাএ নেতা আফতাব শাহিন। তাছাড়া এ মানব বন্ধনে মরহুম আলী মিয়া কবিরাজ সৃতি সংসদ এর সদস্য সহ যোগ দেন। এ সময় জেলা সদরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ব্যানার– ফেস্টুন নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বের করা হয় র‌্যালি। র‌্যালিটি প্রধান সড়ক হয়ে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে সাধারণ ছাত্র-ছাত্রীরা ধর্ষণ আইন পূর্ণবিবেচনা, অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সহ ৭ দফা দাবী উপস্থাপন করেন।

ধর্ষণবিরােধী আন্দোলনের ৭ (সাত) দফা দাবিসমূহঃ

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে সংসদে নতুন আইন পাশ এবং তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

২. ধর্ষণ এবং যৌন হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সারাদেশে জরুরি হটলাইন সেবা চালু করতে হবে।

৩. ধর্ষণের মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে অভিযােগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়ায় অবশ্যই অন্তত একজন মহিলা পুলিশ কর্মকর্তা নিয়ােগ করতে হবে।

৪, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের নামে হয়রানিমূলক অভিযােগ ও মামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন মামলার বাদীর নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

৬. প্রশাসনিক মহলের কেউ ধর্ষণের মতাে অপরাধকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. সর্বোপরি উপরােক্ত দাবিসমূহ নিশ্চিতকরণে সরকারপ্রধানকে লিখিত অঙ্গীকার দিতে হবে এবং দাবিসমূহ যথাযথভাবে নিশ্চিত করতে একটি কমিটি গঠন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com