বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বান্দরবানের দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: ‘বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে দুর্গম অঞ্চলে বসবাসকারী জনসাধারণের উন্নত চিকিৎসা ও জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের কর্তব্য ও দায়িত্ববোধের অংশ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

জুলাই পুনর্জাগরণকে স্মরনীয় করে রাখতে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে, বান্দরবান সেনা জোনের সার্বিক সহায়তায় রোয়াংছড়ি উপজেলার দূর্গম লুংলেই পাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে বান্দরবান রিজিয়নের বিশেষজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চল ও গহীন অরণ্যের বিভিন্ন পাড়া থেকে কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে আগত সর্বমোট ১৫৩ জন রোগীকে চর্মরোগ, দন্ত, গাইনোকলজিক্যাল জটিলতা এবং সাধারণ শারীরিক সমস্যায় আক্রান্তদের চিকিৎসা সেবা, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

সেনাবাহিনীর এই উদ্যোগের কারনে দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষ সরাসরি সুচিকিৎসা, স্বাস্থ্যসেবার সুযোগ পেয়েছেন, যা সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনসাধারণের আস্থা, ভালোবাসা এবং পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করেছে।

এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণ উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরে আনন্দিত। স্থানীয়রা জানান, নিয়মিতভাবে এ সেবা প্রদান করার ব্যবস্থা করলে দূর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণ আরো বেশি উপকৃত হবে।

বান্দরবান রিজিয়ন ও সেনা জোন ভবিষ্যতে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করে।

এসময় ক্যাম্পেইনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে লংলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com