বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় ৫০০ এ্যাথলেট ও কোচদের অংশগ্রহনে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৭তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বিকাল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এ সময় ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাইম আশরাফ চৌধুরী উপস্থিত থাকবেন।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই গ্রুপে ৪০ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৮ ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেক্ট্রোনিক্স ফটোফিনিশিং মেশিনের ব্যবস্থা থাকছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম। এ সময় ১৯৮৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম সাফ গেমসে ত্রিপল জাম্পে স্বর্ণজয়ী মজিবুর রহমান মল্লিক, সাবেক তারকা এ্যাথলেট ইকবাল হোসেন ও নাজিউর রহমান মল্লিক এবং জাতীয় দলের কোচ কিতাব আলী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্ট আগামীকাল শুক্রবার ভোর ৪.৩০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট রোডে অনুষ্ঠিত হবে। তাছাড়া জ্যাভলিন থ্রো ছাড়া টুর্নামেন্টের বাকি সব থ্রো ইভেন্ট আর্মি স্টেডিয়ামে হবে।
কারণ সামনেই এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে থ্রো ইভেন্ট জাতীয় স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় আকর্ষনীয় দিক হলো এ্যাথলেটিক্সের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক ৪৬ জনকে প্রধান অতিথির মাধ্যমে সম্মাননা স্মারক দেওয়া হবে। প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে।
এছাড়া রেকর্ডধারীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অ্যাথলেট শাহ জালাল মবিনের মাধ্যমে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীদের ৪০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই আসরটি দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারের মিশন লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের। গত জাতীয় এ্যাথলেটিক্সে তিনি ইনজুরিতে ছিলেন।
যারফলে নৌবাহিনীর ইসমাইল জিতেছিলেন দ্রুততম মানবের খেতাব। আগে সেনাবাহিনীর হয়ে খেললেও এবার নৌবাহিনীর হয়ে খেলবেন ইমরানুর রহমান।