বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে মৌজা প্রধান হেডম্যানদের বদলি এবং পদায়নের প্রস্তাবনার প্রতিবাদে এবং বাতিলের দাবিতে আজ রোববার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানবন্ধন আয়োজন করা হয়।
বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যান এসোসিয়েশনর-এর উদ্যোগে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে সাত উপজেলা হেডম্যানরা অংশ নেন।
এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশসের সভাপতি সাশৈপ্র, সাধারণ সম্পাদক টিমংপ্র এবং সাংগঠনিক সম্পাদক মংনু মারমা।
মানববন্ধন কর্মসূচিতে হেডম্যানরা বলেন,প্রথাগত আইন পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলে পাহাড়ে ভূমি জটিলতা বাড়বে।সামাজিক আচার-অনুষ্ঠান এবং বিচার-ব্যবস্থায়ও বিশৃঙ্খলা বাড়বে।মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।