বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
বিনোদন প্রতিবেদক : নাটকের জনপ্রিয় অভিনেতা চাষী আলম । যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত । পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি । নাম রেখেছেন নূর ফারিস্তা । বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ।
চাষী আলম বলেন, ‘মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে । সবাই আমাদের জন্য দোয়া করবেন ।’
গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম । রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় । সে বছরই ২৪ আগস্ট তাঁর গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে । চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে । স্নাতক সম্পন্ন করছেন ।
এদিকে, ছোট পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম । কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নাটক ‘ফিমেল ৪’। কাজল আরেফিন অমি নির্মিত এ নাটক প্রকাশের পরই লুফে নিয়েছেন দর্শকরা ।