মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি ॥
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘ঢাকা বাণিজ্য মেলা’ (ডিটিএফ)। আগামী বছর থেকে এই নতুন নামেই পরিচিত হবে দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলা। গত সোমবার (১৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিআইটিএফ-এর নাম পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মেলায় বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের সংখ্যা কমেছে। অনেক বিদেশি ব্র্যান্ড এখন স্থানীয় এজেন্ট বা ব্যক্তিদের মাধ্যমে অংশ নেয়। ফলে পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছে এবং ক্রেতারা অনেক সময় প্রতারিত হচ্ছেন। এই বাস্তবতায় মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, নাম বদলালেও তুরস্ক, পাকিস্তান, ভারতসহ অন্যান্য দেশের যেসব প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহী, তারা বরাবরের মতোই এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন করতে পারবে।
১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই মেলার আয়োজন করে আসছে। দীর্ঘদিন আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার পর এখন মেলাটি পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে।
ইপিবির সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রো চেম্বারের সভাপতি কামরান তানভীর রহমানসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “শুধুমাত্র মেলায় অংশগ্রহণ করলেই হবে না, দেশের রপ্তানি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রতিটি মেলা কার্যকরভাবে বিশ্লেষণ করতে হবে।”
এদিকে, রপ্তানিমুখী শিল্প খাত ও উৎপাদকদের জন্য নতুন বৈশ্বিক বাজার তৈরির লক্ষ্যে ইপিবি একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের উদ্যোগ নিয়েছে। নভেম্বরে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এই মেলার আয়োজনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সোর্সিং মেলা আয়োজন করা না হলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে না। তাই দেশের দূতাবাসগুলোর মাধ্যমে এই মেলার প্রচার বাড়ানোর ওপর জোর দিতে হবে।”