মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সকল সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলার ৫টি উপজেলা, তিনটি পৌরসভাসহ সকল স্তরের সাংগঠনিক কমিটি ভেঙ্গে দেয়া হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা জানান, গত ১০/১২ বছর ধরেই জেলার বিভিন্ন ইউনিটে মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ছিলো না। অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলো। তাই দলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শীঘ্রই সম্মেলনের মাধ্যমে সকল ইউনিটে নতুন কমিটি দেয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা দলের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে ত্যাগী ও অভিজ্ঞদের নিয়ে দলকে ঢেলে সাজানো হবে। দল গোছানোর ক্ষেত্রে ৫ আগস্টের আগে ও পরে কর্মীদের কাজের অবস্থান বিবেচনা করা হবে।

উল্লেখ্য দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা নিয়ে ঢাকা জেলা গঠিত। জেলায় তিনটি পৌরসভা এবং ৬২টি ইউনিয়ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com