সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরে চার রোডে চেইন মাষ্টার (চুংগি) পরিচয়ে চাদাঁবাজী চালাছে একটি সংগঠিত চক্র।ঢাকা-বগুরা রোড ও ঢাকা বাসষ্ট্যান্ডে রমরমা চাদাঁ বাজী চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই প্রতিবেদককে জানান।
অনুসন্ধানে জানা যায়, বগুড়া রোডে স্বপন/ফিরোজ আশরাফ ও এরশাদ এর নেতৃত্বে, হাফিজ, মঈন, আশরাফ, দুলু, মওলা, জেলহক, সালাম রাজ্জাক, মানিক, মজনু, আশরাফ, কালাম, সানু ও ঢাকা টু কড্ডা-রোডে আলাউদ্দিন এবং আলমগীরের নেতৃত্বে সোহেল, সরোয়ার, বদি, মফেত সহ আরো অনেকে এই চাদাবাজীর সাথে জরিত। বাসের একাধিক সুপারভাইজারদের কাছে বিষয়টা জানতে চাইলে তারা প্রতিবেদককে বলে চেনের টাকা না দিলে গাড়ী চালানো বন্ধ করে দেবে বলে হুমকি ধামকি দেয় চেইন মাষ্টাররা। এ বিষয়ে স্থানীয়দের দাবী এ চাদাবাজী বন্ধে আইন আনুগ ব্যাবস্থা প্রয়োজন।
এ বিষয়ে জানতে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল হুদার মতামত জানতে সরকারী মোবাইল ফোনে একাধিক বার কল দিলে ফোন রিসিভ না করায়, তার মতামত নেওয়া হয়নি।