মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পল্লী উন্নয়ন কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে পল্লী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শামীম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুর আলম। এছাড়াও সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার ইয়াসমিন, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের মহা সচিব তানভীর মতিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুন নবী জামান চৌধুরী, যমুনা ব্যাংক সেতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রাজিউর রহমান, সেতাবগঞ্জ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।