সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

মোঃ সামসুল ইসলাম সামু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: ঘোড়াঘাট পৌরসভার সেমিনার কক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে, ৫৫ কোটি ৯৪ লাখ ২শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭শত টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬০ হাজার ৫ শত টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন, পৌর জামায়াতের সাবেক আমির আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, বাস ও ট্রাক সংগঠনের শ্রমিক সভাপতি সাব্বির হোসেন, সাংবাদিক সামসুল ইসলাম সামু ও প্রমূখ।

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com