বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
গতকাল বুধবার রাত ১২ টা ২০ মিনিটে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ধীন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে হাটিকুমরুল গোলচত্তর হাজি ইমান আলী মার্কেটের সামনে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট হতে ঢাকাগামী চাঁপাই ট্রাভেলস নামে যাত্রীবাহি বাসের (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-১৪-৩৭) সুপারভাইজার মোঃ শফিকুল ইসলামের হেফাজতে থাকা ট্রাভেলস এর ব্যাগের মধ্যে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি আব্দুল কাদের জিলানি এই প্রতিবেদককে জানান।