বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি::
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাথীন আমসড়া গ্রামের সরকারী সড়কের দু-পাশে বন বিভাগের রোপনকৃত প্রায় ২ লক্ষ টাকা মুল্যের সরকারি গাছ ক্ষমতার দাপটে কেটে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, সলঙ্গা থানার আমসড়া গ্রামের নেকবার আলীর ছেলে মালেক আলী, সরকারী সড়কের দুই পাশ থেকে বন বিভাগের রোপনকৃত ৪৬/৫০ টি ইউকলেকটার গাছ স্থানীয় প্রভাবশালী মালেক কেটে নিয়ে গেছে বলে জানান। গত ৪/৫ দিন আগে গাছকাটা শ্রমিক নিয়ে তারা ওই গাছগুলো কেটে নেয়।
প্রভাবশালীর ভয়ে এলাকাবাসী মুখ খুলছে না৷
এ সময় বন বিভাগের পক্ষ থেকেও কোন কর্মকর্তা এসে তাদের বাঁধা দেয়নি বলে এলাকাবাসী জানায়৷