মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

সমালোচনার ঝড় ডিরেক্টরস্‌ গিল্ড বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার : নানা রকম বিতর্ক রয়েছে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস্‌ গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি নিয়ে । বর্তমানে এর সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর । এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য । ক’দিন আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্‌ অর্গানাইজেশন্স (এফটিপিও) এগিয়ে এলেও হয়নি সমাধান । এর মাঝে নতুন বিতর্কে জড়ালো সংগঠনটি । এর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি রুচিহীন নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । গত ১০ই জুলাই ছিল ডিরেক্টরস্‌ গিল্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী । সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যায় ‘দুষ্টু কোকিল’ গানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলসহ বেশ কয়েকজন নাচছেন । সঙ্গে রয়েছেন কয়েকজন তরুণ-তরুণী ।

যদিও তাদের বেশির ভাগই অপরিচিত । নেটমাধ্যমের অনেকেই বলছেন, তাদের এমন নাচের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু । সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের নেতারা । বিভিন্ন নাট্য নির্মাতা ও শিল্পীরাই সমাজ মাধ্যমে সংগঠনটির সমালোচনা করেছেন । নির্মাতা এসএ হক অলীক ফেসবুকে লিখেছেন, ছি ছি ছি! এইটা আমার প্রাণের সংগঠনের আয়োজন! শ্রদ্ধেয় মামুনুর রশীদ আঙ্কেল সত্যিই বলেছিলেন-রুচির দুর্ভিক্ষ! নির্মাতা চয়নিকা চৌধুরী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এইটা কী দেখছি? এইসব কি? ইনারা কে? পরিচালকরা কই? এটা যদি ডিরেক্টরস্‌ গিল্ড এর প্রোগ্রাম হয় তবে বলতে হবে রুচির দুর্ভিক্ষ । যারা প্রতিষ্ঠা করেছেন তারা কী ভাবছেন বা মনের অবস্থা কি তাই ভাবছি । মোস্তফা মনোয়ার আঙ্কেল, মামুনুর রশীদ আংকেল, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, গাজী রাকায়েত ভাই, সাইদুল আনাম টুটুল ভাই । আহারে কী সুন্দর একটা প্রতিষ্ঠান ছিল । অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, লজ্জা, লজ্জা। নির্মাতা শিহাব শাহীন লিখেন, এরা কারা । কাউকেই তো চিনি না । শুধু নির্মাতা কিংবা শিল্পীরাই নন, এমন কাণ্ডে অবাক হয়েছেন সাধারণ দর্শকও । তারাও এ ভিডিও’র মন্তব্য ঘরে সমালোচনা করেছেন সংগঠনটির এ রকম কাণ্ডে । যদিও বিষয়টি নিয়ে এ সংগঠনের দু’-একজনও অসন্তোষ প্রকাশ করেছেন । তাদের একজন মানবজমিনকে জানান, এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে আমি নিজেও ছিলাম না । কিন্তু হঠাৎ করে এ রকমটা হয়ে গেছে । বিষয়টি আসলে বিব্রতকর ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com