বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে প্রায় ৮শ কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।
শুক্রবার রাতে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান ও তার সহধর্মিনী হাসিনা আখতার।
এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশ গোলাম মূর্তজা সহ থানার এস আইরা।
পুলিশ সুপার বলেন, আমাদের এই জেলায় শীতের প্রকোপ একটু বেশি । তাই আমার এসেছি এই রোড এলাকায় এসেছি। যাতে করে আমদের জেলার মানুষেরা এই ঠান্ডায় একটু শান্তিতে থাকতে পারে।
এদিকে, কম্বল পেয়ে খুশি হয়ে সেই এলাকার বাসিন্দারা বলেন, হামরা ভাবিপাই পারিনাই যে পুলিশ হামাক আসিহেনে কম্বলা দিবে। আল্লাহ পুলিশলার ভালা করুক।