রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিবালয়ে বাসচাপায় দুুই মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ  মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা যায়।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের করজোনা গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং আরোহী একই গ্রামের পরান প্রধানের ছেলে রাজেন মিয়া (৪৫)। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শামীম আল মামুন এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চালক শফিকুল ও আরোহী রাজেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

সংবাদের ভিত্তিতে নিহতদের মরদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এ ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফাঁড়ি ইনচার্জ শামীম আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com