শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৪র্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ।
আজ ১৪ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবার মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন নির্বাচনে অংশ নিয়েছে। বান্দরবান পৌরসভার মোট ভোটারের সংখ্যা ২৯,৭২৯ জন।
এদিকে সকাল থেকে পৌরসভার বালাঘাটা, বাজার এলাকা, কলেজ সহ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, শুরুর দিকে ভোটারের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলো ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। তবে এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ১৩টি কেন্দ্রে ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৮জন পুলিশ, ৭ জন আনসার সদস্য। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে পুলিশের ৫টি মোবাইল টিম, বিজিবির ৪টি মোবাইল টিম ও র্যাবের ৩টি মোবাইল টিম।