বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার অন্তর্গত মেরাখোলা সদর ইউনিয়নে পাহাড়ী সন্ত্রাসীদের কবলে পড়েছে কয়েকটি গ্রামের প্রায় হাজারো মানুষ।
জানা গেছে, ৪ ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের দিকে পাহাড়ী সন্ত্রাসী বাহিনীর ৪০ জনের একটি টিম ভারি অস্রশস্র নিয়ে মেরাখোলা ইউনিয়ের দিকে রওনা হয়। এলাকাবাসীরা খবর পাওয়া মাত্র দোকানপাট বন্ধ করে ঘরে পলায়ন করে।
সন্ত্রাসী বাহিনীরা এলাকায় কোন দোকান খোলা না পেয়ে সেখানে দোকানপাট ভাংচুর করে। এমনকি দোকানদারদের উপর শারীরিক নির্যাতন করে।
বিশেষ সূত্রে জানা গেছে তারা নাকি দোকান থেকে মালামাল ক্রয় করতে আসছিল। তাদের দেখে দোকান বন্ধ করে ফেলায় এ অমানবিক নির্যাতন করে।
এছাড়া এলাবাসীর তথ্যে জানা গেছে যে, তারা প্রতিটি বাড়ি থেকে ৩০০০ হাজার টাকা করে চাঁদা চাচ্ছিল। চাঁদা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয় বলে জানান এলাকাবাসী।
গত ২৮ ই আগষ্ট এ সন্ত্রাসী বাহিনীরা লামা ছোট বমু মুখে অবস্থান করেছিল, কিন্তুু তাদের অবস্থান সম্পর্কে প্রশাসন ইঙ্গিত পাননি।
ছোট বমু থেকে সকালে বের হয়ে আজ মেরাখোলা ইউনিয়নে আসে, এবং চাঁদা দাবি করে, আর দোকান বন্ধ থাকায়
ওমর বসাক সওদাগর (৩৮) তার ছোট ভাই সমর বসাক(৩০), নেপাল কান্তি সেন(৫২) ড়াক্তারের উপর অমানবিক নির্যাতন করা হয়।
ঘটনা শোনা মাত্র রুপসী পাড়া ও চাম্পাতলী ক্যাম্পের সেনাবহিনীর দুটি টিম সেখানে হাজির হয়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনীরা সে স্থান ত্যাগ করে