মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

লামায় নির্বাচনে দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যদের গাড়ি উল্টে আহত ২০

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের লামায় নির্বাচনের একটি গাড়ি উল্টে ২০জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে।

জানা যায়, ফাইতং ইউনিয়নের পোলাউ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দায়িত্বরত লোকজন নিয়ে যাওয়ার সময় চকরিয়ার হারবাং এলাকায় রোববার দুপুর আড়াইটার সময় এ দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী সরকারি ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পুলিশ এএস আই মোঃ জসিম ও কনস্টেবল মহিউদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

লামা নির্বাচন কর্মকর্তা নব বিন্দু নারায়ণ চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল অক্ষত আছে এবং আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাথে সাথে দূর্ঘটনা স্থানে ছুটে যান, লামা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, ওসি অপ্পেলা রাজু নাহা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com