রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বিভিন্ন হাটবাজারে বেড়েছে খাসির মাংসের দাম। গত কয়েক বছর ধরে ৫৫০ টাকা কেজির খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা কেজি দরে। ধান কাটার এই মৌসুমে খাসির মাংসের চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে মনে করছেন সাধারণ ক্রেতারা।
বুধবার (৩০ মে ২০১৮) বিকেলে ঢোলার হাট পাটিয়াডাঙ্গী বাজারে গিয়ে মাংস
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় যে, প্রতিবছর ধান কাটার মৌসুমে খাসির মাংসের চাহিদা অনেকটা বেড়ে যায়। জানা যায় গৃহস্থরা ভাল ভাবে খেয়ে ধান কাটে মনের আনন্দে।
এ ছাড়া ধান কাটা শেষ
হলেই গৃহস্থবাড়িতে নানা রকমের উৎসব শুরু হয়। ফলে খাসির মাংসের দাম বাড়ে।
রুহিয়া থানার ধর্মপুর গ্রামের দিলিপ বলেন, ২৯ ধান ৬০০ টাকা মণ বিক্রি করেছি। কিন্তু এক কেজি খাসির মাংসের যে দাম তাতে ১ মন ধান বিক্রি করে এক কেজি খাসির মাংস মেলে। মাংসের দাম বৃদ্ধির ফলে ধান কাটা শেষে আগে উৎসব কর হতো এখন আর বাড়িতে উৎসব করা হয় না।
বড়গাঁও ইউনিয়নের মলানখুরি গ্রামের জগনাথ বর্মন বলেন, ছাগলের মাংসের দাম যতই বাড়ুক ধান কাটা শেষে আত্মীয় স্বজনকে নিমন্ত্রন দিতেই হয়। ঝলঝলি বাজারের মাংস ব্যবসায়ী কাউসার বলেন, ধান কাটার সঙ্গে মাংসের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। ছাগলের দাম বেশি তাই মাংসের দামও বেশি