শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
গৌতম চন্দ্র বর্মন, রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁও জেলার ১৪নং রাজাগাও ইউনিয়নে আজ ২৩ মে (বুধবার) সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মোশারুল ইসলাম সরকারকে স্মার্টকার্ড প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আসাননগর ওয়ার্ড থেকে স্মার্টকার্ড নিতে আসা রফিজ উদ্দিন, রফিকুল ইসলাম ও মোছা: মুক্তা খাতুন এই প্রতিবেদককে জানান, আমরা এই স্মার্টকার্ড পেয়ে আনন্দিত এবং খুবই ভালো লাগছে।
ইউপি চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার জানান, আজকে থেকে আমরা স্মার্টকার্ড দেয়া শুরু করেছি আগামী ২৭ মে পর্যন্ত চলবে (মোট ৪ দিন)। আশা করি এর মধ্যেই আমরা বিতরন সুষ্ঠুভাবে শেষ করতে পারবো ইনশায়াল্লাহ।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, স্মার্টকার্ড বিতরনে যেন কোন বিশৃংখলা না হয় সে জন্য আমরা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমানে দিয়েছি এবং আগামী ২৭ মে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।