শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার উত্তরা বাজার এলাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ১৩ মে (রবিবার) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সুমন এন্টারপ্রাইজ নামে একটি মালবাহী পিকআপ (রংপুর ন-১১,০৯৬৭) রুহিয়া হতে আটোয়ারী অভিমুখে যাওয়ার সময় উত্তরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলের ০২ জন আরোহী গুরুতর আহত হয়। আহত ব্যাক্তিরা হলেন মো: মানিক (২৪) ও মো: সুমন (২০)। তারা বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মানিকের চাচাতো ভাই মো: তাজুল। তাদের বাড়ী বালিয়াডাংগী উপজেলার নাগেশরবাড়ী গ্রামে। পিকআপের ড্রাইভার ও হেলফার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি রুহিয়া থানার হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।