শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

রুহিয়ায় গাজা সেবনকারী আটক-১

রুহিয়া(ঠাকুরগাঁও)  প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় থনায় এক গাজা সেবীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এস আই তসির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ রুহিয়ার কর্ণফুলি সিনেমা হলের পশ্চিম পার্শ্বে রেললাইন সংলগ্ন এলাকা হতে গত ২০ মে দিবাগত রাত ৯টা ৪৫মি: সময় হেমন্ত দাস (৩০) কে আটক করে। আটককৃত হেমন্ত দাসের বাড়ী ঘনিমহেশপুর (মিশন পারা) গ্রামে তার পিতার নাম লংকেশর দাস বলে পুলিশ সুত্রে জানা যায়। মাদক নিয়ন্ত্রন আইনে তার নামে মামলা রুজু হয়েছে মামলা নং-৬ তারিখ ২০/৫/২০১৮ (১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন এর ২৬ ধারা)। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার দায়িত্ব প্রাপ্ত এস আই মো: মাহাবুবুর রশীদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com