শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
গৌতম চন্দ্র বর্মন,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (রবিবার) সকাল ১০টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম-ফেজ-২(এনএটিপি-২) প্রকল্পভুক্ত সিআইজি কৃষকদের কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা সহ পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলায় এই প্রোগাম চলমান রয়েছে। প্রতিটি ইউনিয়নে মোট ৬০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণে বক্তরা বলেন- প্রতিটি সিআইজি কৃষক পরিবারের বসতবাড়িতে পরিকল্পিত উপায়ে উৎপাদনশীল ও টেকশই শাক সবজি বাগান সৃজনের মাধ্যমে প্রযুক্তির প্রসার এবং সকল কৃষক পরিবারের জন্য নিরাপদ খাদ্য পুষ্টি ও আয় বৃদ্ধি তথা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার- কুমার প্রণয় বিশাল দাস, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মো: মনিরুল হক বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, ১নং রুহিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা উপ-সহকারী হুমায়ুন কবির সহ প্রশিক্ষণরত কৃষক বৃন্দ।