বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

রুমায় ৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

বশির আহমেদ, বান্দরবান থেকে: বান্দরবানেররুমা উপজেলায় বিভিন্ন সংস্থার ৩কোটি ২১লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, রুমা সেনা জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ শাহ নেওয়াজ, বিজিবি জোন কমান্ডার লে: কর্ণেল খন্দকার মনির হোসেন, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান ক্যসাপ্রু, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান জনস্বস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মজিবুর রহমান প্রমুখ্য । এছাড়া ও সরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেততৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১কোটি ৬১লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকরা হয়। এছাড়াও জনস্বস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ১কোটি টাকা ব্যয়ে রুমা উপজেলার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ (পানিসরবরাহ কেন্দ্র) এবংপার্বত্য জেলা পরিষদেও ৬০ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
অপরদিকে একই সময়ে পাইন্দু ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জেনারেটর, সোলারপ্যানেল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
রুমা বাজারে আওয়ামীলীগের সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়ামীলীগের একটি ফসল। পার্বত্য শান্তি চুক্তির ফলে আজ পার্বত্যাঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। পার্বত্য এলাকা মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর গভীর ভালোবাসা ও আনন্তরিকতা থাকার কারণে পার্বত্য চট্টগ্রামে আজ সবক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। এসময় তিনি পার্বত্য এলাকার উন্নয়ন ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com