বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

রুমায় চলছে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥ সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে বান্দরবানের রুমা উপজেলায় সাংগু নদীর পাড়ে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি। এতে ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী এলাকার পরিবেশের ভারসাম্য ও ব্যক্তি মালিনাধীন আবাদি ফসলি জমিগুলো। অবাধে বালু উত্তোলন করে একদিকে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা, অপরদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।

এ অবস্থায় বন্ধের পদক্ষেপ গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি। রুমা সদর ইউনিয়নের মুনলাই পাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় সাংগু নদীর পাড়ে কয়েকজন শ্রমিক স্তুপকৃত বালু দুইটি ট্রাকে উঠাচ্ছে। শ্রমিকদের কাছে মালিকের খোঁজ নিলে তারা জানায় ঠিকাদার মোহাম্মদ ইমরান, তার সাথে আছে স্থানীয় নেতা মাবুদ।

আরো জানা যায়, অনেকদিন ধরে সেখানে কাজ করছে তারা, প্রতিদিন দুই-তিনটি ট্রাকে বালু ভর্তি করে ১৫ থেকে ২০ বার বিভিন্ন জায়গায় নিয়ে যায় তারা। প্রতি ট্রাকে ভালো লোড দিলে ২০০ ফুট পর্যন্ত বালু নেয়া যায় বলে জানালো তারা। সে স্থান থেকে ৫০০ ফিট পেছনে রুমা খালের মোহনায় চড় খননের মাধ্যমে বালু উত্তোলনের।

অবস্থান কালে এক্সকাভেটর দিয়ে নদীর ধার থেকে খনন করে বালু ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়ছে, হুমকির মুখে পড়েছেন নদী তীরবর্তী ঘরবাড়ী ও আবাদী জমির মালিকেরা।

কিন্তু এখনো বালু উত্তোলন বন্ধ কিংবা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর কোন উদ্যোগ নেই। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সহ আইন প্রযোগকারী সংস্থার কর্তাদের নজরদারীর পাশাপাশি যথাযথ ভুমিকা রাখা অতি জরুরী বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।

বালু উত্তোলনের বৈধতা প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান অংথৈায়াইচিং মারাম এর নিকট জানা যায় বালু উত্তোলনে রুমা উপজেলায় সরকার অনুমোদিত কোন প্রকার বালু মহল নেই কাজেই প্রশাসনের অনুমোদন থাকার প্রশ্নই ওঠেনা। তার কাছে আরো জানা যায় যে, প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনকারীদের ডেকে সতর্ক করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com