বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি॥ ঠাকুরগায়ের রানীশংকৈল প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর বড় ভাই সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট অফিসার মরহুম তরিকুল ইসলাম ও ঠাকুরগাও প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মরহুম রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় সোমবার শিবদিঘী হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহবোডিং মাদ্রাসায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকীর সভাপতিত্বে মরহুম দ্বয়ের স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনা হয়। সভায় বক্তৃতা রাখেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী সাবেক সম্পাদক বিপ্লব মরহুমের জামাতা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল আলম প্রধান শিক্ষক মানিক অনলাইন জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন আকাশসহ স্থানীয় সাংবাদিক ও অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান সাংবাদিক ও মুহতামিম হাফেজ মাজেদুর রহমান।