বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মীরডাঙ্গী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২৮ জুন (বৃহস্পতিবার) সন্ধায় নন্দুয়ার ইউনিয়ন জাতীয় পাটির উদ্যোগে ঈদ পূর্নমিলনী সাংস্কৃতিক অনূষ্ঠান ও আলাচনা সভা অনূষ্ঠিত হয়। সভায় শাহাদাৎ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ, বিশেষ অতিথি জেলা সম্পাদক রাজিউর রাজি স্বপন চৌধুরী। ইউনিয়ন সম্পাদক তফিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ- সভাপতি এজেড সুলতান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, পৌর সভাপতি রমজান আলী, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী প্রমূখ। শেষে দলীয় সংঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনূষ্ঠান করা হয়।