বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা মহিলা বিষয়ক ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
র্যালী শেষে উপজেলা হল রুমে জয়িতাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনূষ্ঠিত হয়। সভায় সহকারি কমিশনার ভূমি সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী মুক্তিযোদ্ধা হবিবর রহমান জয়িতা ইউপি সদস্য নাসিমা হক।
এসময় ৫জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা অন্বেষন ক্রেস প্রদান করা হয়। অপরদিকে একই অনূষ্ঠানে ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে দায়সারা ভাবে দূনীতি প্রতিরোধ দিবস পালন করেন সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক।