বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

রাণীশংকৈলে বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে (৬০) গভীর রাতে নাশকতার মামলায় গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত একটায় পৌর শহরের ভান্ডারা গ্রামের নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছেন বলে আজ রোববার সকালে সাংবাদিকদের জানান তার স্ত্রী মেহেরুন নেসা।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে পূর্বে কোন ধরনের মামলা নেই। বর্তমানে তিনি ঠাকুরগাও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমানের প্রচারণায় অংশ নেওয়ায় তাকে পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী দাবী করেন। আতাউর রহমানের স্ত্রী আরো বলেন, পুলিশ আসার আগে তাকে মোবাইলে বলছিলেন আপনি ভোট করছেন, কর্মীদের সংগঠিত করছেন, টাকা পয়সা খরচ করছেন ইত্যাদি বলে উত্তেজিত কণ্ঠে ধমক দিচ্ছিলেন পুলিশ বাহিনীর এক সদস্য। এর বিশ মিনিটের মাথায় বাসার প্রাচীর টপকে ভিতরে ঢুকে ঘর থেকে বের করে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তাকে পরনের কাপড়-চোপড়গুলোও ঠিকমত পড়তে দেয়নি পুলিশ।

থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান আজ রোববার মুঠোফোনে বলেন, নাশকতার পরিকল্পনা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত তাকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com