শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া ২জন পুলিশ সদস্যও আহত হয়েছে।
থানা পুলিশের প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত্রে নেকমরদ দুর্লভপুর এলাকা রাস্তায় মাদকের লেনদেন হওয়ার খবর পেয়ে ওসি (তদন্ত) সালাহউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক অভিযানে যায়। সে সময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে চাইলে পুলিশি বাধার সম্মুখিন হলে তাৎক্ষনিক পুলিশের উপর গুলি বর্ষন করে মাদক কারবারীরা। সে-সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী উপজেলার ভরনিয়া(শিয়ালডাঙ্গী) গ্রামের হুমায়ন কবিরের ছেলে রফিকুল ইসলাম তালেবান(৫০) নিহত হয়। এ সময় দুটি দেশি অস্ত্র একটি পাইপ গান ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তির বিরুদ্ধে রানীশংকৈল থানা সহ বিভিন্ন থানায় ৮টি মাদকের মামলা রয়েছে। এ অভিযানে পুলিশের ২জন সদস্যও আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান রবিবার মুঠোফোনে আহত পুলিশ সদস্যদের নাম জানতে চাইলে তিনি বলেন প্রেস ব্রিফিং কাগজে যা আছে তাই এর বাইরে আর কিছু জানতে চাইয়েন না।