মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, কেক কেটে ও পরে আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে আ’লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় আ’লীগ সভাপতি সইদুল হকের নেতৃত্বে অংশগ্রহণ করেন সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক ও মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সহ আ’লীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।